জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল আফগানিস্তান। রহমানউল্লাহর ব্যাট এবং রশিদ খানের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সুবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জিম্বাবুয়েকে হারিয়েছিল আফগানিস্তান। গতকাল শুক্রবার (১৯ মার্চ) তিনম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচেও ৪৫ রানের জয় ছিনিয়ে নিল আফগানরা। বল হাতে ফের জ্বলে উঠলেন রশিদ খান। আর বলের পাশাপাশি ব্যাট হাতে ঝড়ো ক্যামিও ইনিংস মোহম্মদ নবির।
সবমিলিয়ে আফগানিস্তানের জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্সে আইপিএল শুরুর আগে নিজেদের ফ্র্যাঞ্চাইজি দল সানরাইজার্স হায়দরাবাদকে আশ্বস্ত করলেন দুই আফগান তারকা। একইসঙ্গে সিরিজের প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিলেন রশিদ খানেরা। টস জিতে এদিন আবু শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আসগর আফগান। দ্বিতীয় উইকেটে উসমান ঘানি এবং করিম জানাতের ১০২ রানের পার্টনারশিপ বড় রানের ভিত গড়ে দেয় আফগানদের। ৩৪ বলে ঘানি ৪৯ রানে আউট হলেও অর্ধশতরান পূর্ণ করেন জানাত।
৩৮ বলে জানাতের ৫৩ রানের ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। শেষদিকে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন অলরাউন্ডার মোহম্মদ নবি। মাত্র ১৫ বল খেলে ৪০ রান করেন তিনি। ২টি চার এবং ৪টি ছয়ে সাজানো ছিল নবির ইনিংস। অধিনায়ক আসগর অপরাজিত থাকেন ৭ বলে ১৪ রান করে। ব্যাটসম্যানদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৩ রান তোলে আফগানিস্তান।
বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৫৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় সফরকারী দল। আফগান বোলারদের আক্রমনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ষষ্ঠ উইকেটে ৬২ রান যোগ করে একটা শেষ চেষ্টা করেছিলেন মুতুম্বানি-রায়ান বুরি জুটি। মুতুম্বানি ২১ রান করে আউট হন। ২৯ বলে ৪০ রান করে ফেরেন বুরি। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ১৪৮ রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ খান। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতে ২০ রান দিয়ে ২ উইকেট নেন নবি। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ২০ ওভারে ১৯৩/৫ (গুরবাজ ৯, গনি ৪৯, জানাত ৫৩, জাদরান ১২, নবি ৪০, আসগর ১৪*, রশিদ ৯*; রাজা ৩-০-২৬-০, এনগারাভা ৪-০-৩১-১, মুজারাবানি ৪-০-৪৪-২, মাভুতা ৩-০-৪২-০, টিরিপানো ২-০-৩০-১, উইলিয়ামস ২-০-১৩-০, বার্ল ২-০-৭-১)।
জিম্বাবুয়ে: ১৭.১ ওভারে ১৪৮ (কামুনহুকামউই ০, মুসাকান্দা ২২, উইলিয়ামস ৯, মাধেভেরে ৭, রাজা ১৫, মুতুমবামি ২১, বার্ল ৪০, টিরিপানো ২৪, মাভুতা ০, মুজারাবানি ০, এনগারাভা ০*; নাভিন ৩-০-২৮-২, নবি ৩-০-২০-২, হামজা ২-০-১৭-১, ফরিদ ৩-০-২১-১, জানাত ৩.১-০-২৭-১, রশিদ ৩-০-৩০-৩)।
ফল: আফগানিস্তান ৪৫ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আফগানিস্তান।
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নবি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত