বেনজামার জোড়া গোলে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২০ মার্চ) প্রতিপক্ষের মাঠে এ জয়ে বার্সেলোনাকে ছাড়িয়ে আরও একবার লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠলো রিয়াল মাদ্রিদ।
১০ মিনিটের ব্যবধানে বেনজেমার জোড়া গোলের পর প্রথমার্ধেই ব্যবধান কমান সান্তি মিনা। শেষ দিকে চ্যাম্পিয়নদের পক্ষে মার্কো আসেনসিও তৃতীয় গোল করেন। খেলার শেষ দিকে বল দখলে নিয়ে প্রতিপক্ষকে বেঁধে রাখার কৌশল নেয় রিয়াল। এতেও দলটি সফলতা পায়। আর একেবারে শেষ সময়ে তৃতীয় গোলও আদায় করে নেয় তারা। লিগে এই নিয়ে রিয়াল মাদ্রিদ টানা আট ম্যাচে জয়, দুই ম্যাচে ড্র এবং সব মিলিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত রইলো।
বিডি প্রতিদিন/এ মজুমদার