শেষটা ভাল হল না বিরাট কোহলির। গত শনিবার (২০ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের শেষ ময়াচে জস বাটলারের সঙ্গে কথা কাটাকাটির ফলে বিপদে পড়তে পারেন তিনি। সম্ভাবনা তৈরি হয়েছে দুই ম্যাচ নির্বাসনের।
সেই ন্যাচে ভাল ফর্মে ব্যাট করছিলেন ইংলিশ ওপেনার বাটলার। তার হাতেই ছিল দলের জয়ের চাবিকাঠি। কিন্তু ৩৪ বলে ৫২ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে যান তিনি। প্যাভিলিয়নে ফেরার পথে কোহলিকে কিছু বলেন বাটলার। তাতেই খেপে যান ভারত অধিনায়ক। স্বভাবসিদ্ধ আগ্রাসী ভঙ্গিতে বাটলারকে জবাব দেওয়া শুরু করেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে আম্পায়াররা খেলা থামিয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হন।
এক মাসের মধ্যে এই নিয়ে দু'বার তর্কে জড়ালেন বিরাট। এর আগে টেস্ট সিরিজে বেন স্টোকসের সঙ্গে ঝামেলা হয়েছিল। সেবার শাস্তি এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার যদি আইসিসি পদক্ষেপ নেয় তবে দু' ম্যাচ নির্বাসন হবে কোহলির। কারণ তার খাতায় ইতিমধ্যেই দু'টি ডি-মেরিট পয়েন্ট জমে গেছে।
আইসিসির নিয়মানুযায়ী, ২৪ মাসের মধ্যে যদি কোনও খেলোয়াড়ের চার বা তার বেশি ডি-মেরিট পয়েন্ট জমা হয়, তবে তা নির্বাসন পয়েন্টে রূপান্তরিত হবে। দুই নির্বাসন পয়েন্টের অর্থ একটি টেস্ট কিংবা দু'টি ওয়ান ডে বা টি-টোয়েন্টি ম্যাচে নির্বাসন। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজ। কপাল মন্দ হলে প্রথম দু' ম্যাচ ক্যাপ্টেনকে ছাড়াই খেলতে বাধ্য হবে টিম ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত