শেষ দুই দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে লেস্টার ও চেলসি। লেস্টার সিটির কাছে শেষ আটের ম্যাচে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যান ইউনাইটেডকে খুঁজেই পাওয়া যায়নি স্বাগতিকদের দাপটে।
২৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেলেচি ইহিয়ানাচোর গোলে লিড নেয় ফক্সেস। যদিও প্রথমার্ধেই ম্যাসন গ্রিনউডের গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা।
এদিকে, ৫২ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমানসের গোলে আবারও লিড নেয় লেস্টার। আর ৭৮ মিনিটে ইহিয়ানাচোর দ্বিতীয় গোল ইউনাইটেডের সেমিফাইনালের সম্ভাবনা শেষ করে দেয়।
বিডি প্রতিদিন/কালাম