নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হল নিউ জিল্যান্ড ও বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি। মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস টস জিতে বোলিং করছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ম্যাচ ১০ ওভারে কমিয়ে আনা হয়েছে। পাওয়ার প্লে প্রথম তিন ওভার। একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবেন। ম্যাচটা শুরুর কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১২টায়।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন
বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। পেসার রুবেল হোসেন দলে এসেছেন সাইফ উদ্দিনের জায়গায়, ২০১৮ সালের আগস্টের পর প্রথমবার টি-টোয়েন্টিতে ডানহাতি বোলার। মাহমুদউল্লাহর জায়গায় খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোহাম্মদ মিথুনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
নিউজিল্যান্ডও একাদশে দুটি পরিবর্তন এনেছে। হামিশ বেনেট ও ইশ সোধির বদলে খেলবেন টড অ্যাস্টল ও লকি ফার্গুসন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাশ (অধিনায়ক ও উইকেটকিপার), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, নাসুম আহমেদ।
বিডি প্রতিদিন/কালাম