নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার টিম সাউদির বোলিং তোপের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।
ওপেনার সৌম্য সরকার চার বল খেলে ব্যক্তিগত ১০ রানে টিম সাউদির বলে ক্যাচ আউট হন। আর অনডাউনে নেমে আজকের ম্যাচের অধিনায়ক লিটন দাশ প্রথম বলেই বোল্ড আউট হয়ে যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান তোলে। এখন ক্রিজে রয়েছেন মোহাম্মদ নাঈম ও নাজমুল হোসেন শান্ত।
এর আগে বাংলাদেশ দল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ১০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড দল ১৪১ রান করে।
বিডি প্রতিদিন/আবু জাফর