১২ এপ্রিল, ২০২১ ১৪:৪১

প্রোটিয়াদের জরিমানা

অনলাইন ডেস্ক

প্রোটিয়াদের জরিমানা

সময়টা মোটেও ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও দুঃস্বপ্নের মতো। প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়েছে চার উইকেটের ব্যবধানে। তবে ম্যাচ হারের পর এবার মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে এসেছে জরিমানা। স্লো ওভার রেটের কারণে দক্ষিণ আফ্রিকা দলকে গুনতে হচ্ছে জরিমানা।

জোহানেসবার্গে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা দলের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আইসিসি। নির্ধারিত সময়ে এক ওভার কম করায় এই শাস্তি পেয়েছে প্রোটিয়ারা।

আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ অনুযায়ী মিনিমাম ওভার রেটের অপরাধে প্রতি এক ওভারের জন্য দলের সদস্যদের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়। তবে অধিনায়ক ক্লাসেন এই শাস্তি মেনে নেওয়ায় আলাদা করে শুনানির দরকার পড়েনি। 

এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। সোমবার (১২ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।  

এর আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল স্বাগতিকরা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর