৩ মে, ২০২১ ১৫:৩৫

করোনায় বিপর্যস্ত ভারত, এগিয়ে এলো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও

অনলাইন ডেস্ক

করোনায় বিপর্যস্ত ভারত, এগিয়ে এলো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও

করোনায় লণ্ডভণ্ড ভারত। পরিস্থিতিতে ভারতকে অর্থ সাহায্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। এবার সাহায্য করতে এগিয়ে এলো সে দেশের বোর্ডও। ভারতকে ৫০ হাজার ডলার অর্থ সাহায্য করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গুরুতর অসুস্থ রোগীদের জন্য অক্সিজেন কিনতে এই অর্থ ব্যবহার করা হবে। পাশাপাশি, কোভিড পরীক্ষার কিটও কিনতে পারা যাবে।

শুধু ভারত নয়, অন্যান্য দেশেরও কোভিড সাহায্যে এগিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের কর্তা নিক হকলি বলেছেন, “অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে। ক্রিকেট হলো তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে প্যাট কামিন্স এবং ব্রেট লি যেভাবে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তা দেখে আমরা মুগ্ধ। তাই ইউনিসেফের মতো সংস্থার সঙ্গে যুক্ত বাঁধতে পেরে আমরা গর্বিত।”

হকলি আরও জানান, ইউনিসেফ অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত হয়ে ভারতে অক্সিজেনের জোগান বাড়াতে এবং প্রতিষেধকের জোগান দিতে অর্থ সাহায্য করা হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর