৫ মে, ২০২১ ১৭:২৩

একজন অলরাউন্ডারের খোঁজে ডমিঙ্গো

অনলাইন ডেস্ক

একজন অলরাউন্ডারের খোঁজে ডমিঙ্গো

শ্রীলঙ্কা সফরে টাইগার তারকা সাকিব আল হাসানের অভাবটা বেশ ভালোই অনুভব করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার ঢাকায় নেমে ডোমিঙ্গো বলেন, ‘সাকিবের অভাবটা দারুণভাবে অনুভূত হয়েছে। তিনি একাই তিনজন। একজন ব্যাটসম্যান, একজন বোলার এবং একজন অলরাউন্ডার। তার অনুপস্থিতির কারণে যে অভাব তৈরি হয়েছিল, সে অভাবটা পূরণ হয়নি।’

সবমিলিয়ে বাংলাদেশ দলে একজন নতুন অলরাউন্ডার দরকার বলে মনে করছেন ডমিঙ্গো। দলে ভারসাম্য তৈরি করতে ভালোমানের একজন অলরাউন্ডার খুঁজে বের করতে হবে, এমন তাগাদা দিলেন হেড কোচ।

ডমিঙ্গো অবশ্য আলাদা করে বললেন পেস বোলিং অলরাউন্ডারের কথা। যে ক্রিকেটার গতিতারকাও হবেন, আবার সেরা ছয়ের মধ্যে ব্যাটও করতে জানবেন, এমন একজনের খোঁজ করছেন ডমিঙ্গো।

টাইগার হেড কোচ বলেন, ‘আমার মনে হয়, আমাদের অবশ্যই একজন অলরাউন্ডার খুঁজে বের করতে হবে, যে কিনা দলে ভারসাম্য তৈরি করবে। অবশ্যই সাকিব সেটা করে। কিন্তু আমাদের এমন একজন বের করতে হবে, যে কিনা সেরা ছয়ে ব্যাট করতে পারবে এবং পেস বোলিংও জানবে। বিশেষ করে দেশের বাইরে খেলতে গেলে এটা খুব দরকার। আমাদের যেটা এখন নেই।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর