চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর উদ্বোধন করা হয়। শুক্রবার বিকাল ৪টায় কর্ণফুলীর চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে ৫টি ইউনিয়নের মোট ৫টি টিমের অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়।
কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজন ও কর্ণফুলী ক্রীড়া সংস্থার পরিচালনায় খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলার প্রথম রাউন্ডে চরপাথরঘাটা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে শিকলবাহা ইউনিয়ন জয়লাভ করে। আজ ২৯ মে শনিবার একই মাঠে বিকাল ৪টায় প্রথম রাউন্ডের ২য় দিনের খেলায় প্রতিদ্বন্দ্বীতা করবে চরলক্ষ্যা ইউনিয়ন বনাম জুলধা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানার সভাপতিত্বে ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিম হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ রফিক আহমদ, চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী, যুবলীগের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমজাত হোসেন, আবু তাহের মেম্বার, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মহিউদ্দিন, সদস্য সাইফুদ্দিন মানিক, সিপিপি টিম লিডার আবদুল মাসুদ বাবুল প্রমুখ।
প্রধান অতিথি ফারুক চৌধুরী বলেন, কিশোরদের যেকোনো উপায়ে মাঠে ফেরাতে হবে। তবেই কিশোর গ্যাং বলে আর কোনো শব্দ থাকবে না। তবে আমাদের আমাদের উপজেলায় খেলা উপযুক্ত কোনো মাঠ না থাকাতে সমস্যায় পড়েছি। তাই আমরা পর্যায়ক্রমে উপজেলার মাঠগুলো খেলার উপযোগী গড়ে তুলব ইনশাআল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, কিশোরা ফুটবল ও ক্রিকেট খেলায় মগ্ন থাকলে অন্য কোনো অহেতুক কাজে সময় দিতে পারবে না। এখন তারা খেলার সুযোগ না পেয়ে নানা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার