২৫ জুন, ২০২১ ০৬:৫২

মহাকাশ স্টেশনেও ইউরো দেখছেন নভোচারীরা

অনলাইন ডেস্ক

মহাকাশ স্টেশনেও ইউরো দেখছেন নভোচারীরা

সংগৃহীত ছবি

ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার উত্তেজনা পৃথিবীর বাহিরেও ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীরাও যে খেলা দেখছেন। তারা সেখানে বসেই প্রিয় দলের ম্যাচ উপভোগ করছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) ইএসপিএন এফসির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করা হয়েছে।

সেটিতে দেখা যায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি কক্ষে বসে আছেন (মূলত হেলান দিয়ে ভেসে আছেন) ফরাসি নভোচারী থমাস পেসকুইট। আর তার সামনেই একটি পর্দায় ফ্রান্স-পর্তুগালের ম্যাচ চলছে।

বুধবার রাতে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে হাইভোল্টেজ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ফ্রান্স ও পর্তুগাল। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখী হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নরা। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর