ভালো শুরুর পর প্রথম উইকেট হারাল বাংলাদেশ। তামিম ইকবাল ফিফটির দেখা পাওয়ার কিছুক্ষণ পরেই দারুণ খেলতে থাকা লিটন দাস (৩২) মারুমানির হাতে ক্যাচ তুলে নিয়ে বিদায় নেন।
জিম্বাবুয়ের দেওয়া বড় টার্গেট তাড়ায় ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দুজনের জুটিতে আসে ৮৮ রান। ৪৬ বলে অধিনায়ক তামিম দেখা পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম ফিফটির। হাঁকিয়েছেন ৪টি চার ও ২টি ছক্কা। লিটনও ছুটছিলেন ফিফটির দিকে। কিন্তু ওয়েসলি মাধেভেরের বলে সুইপ শট খেলতে গিয়ে স্কয়ার লেগে থাকা মারুমানির হাতে ক্যাচ তুলে দেন এই ডানহাতি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ ১ উইকেটে ১৪২ রান।
এর আগে মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
বিডি প্রতিদিন/আরাফাত