২৮ জুলাই, ২০২১ ১৬:২৮

'কোরিয়ানদের চোখ' নিয়ে মন্তব্য করায় ধারাভাষ্যকার বরখাস্ত

অনলাইন ডেস্ক

'কোরিয়ানদের চোখ' নিয়ে মন্তব্য করায় ধারাভাষ্যকার বরখাস্ত

গ্রিসের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন গতকাল মঙ্গলবার জানিয়েছে, টোকিও অলিম্পিকে ধারাভাষ্যের সময় 'কোরিয়ানদের চোখ' নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় এক ক্রীড়া সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। পুরুষদের টেবিল টেনিস ইভেন্টে দক্ষিণ কোরিয়ান এক টেবিল টেনিস খেলোয়াড়কে নিয়ে তিনি এই মন্তব্য করেন। 

ইআরটি টেলিভিশন জানিয়েছে, পুরুষদের টেবিল টেনিসে গ্রিসের প্যানাগিওটিস জিওনিসকে হারানোর পর জেউং ইয়ং-সিককে নিয়ে মন্তব্য করেন অভিজ্ঞ ধারাভাষ্যকার দিমোসথেনিস কারমিরিস।

জেউং ইয়ং-সিকের দক্ষতা নিয়ে তিনি বলেন, ‘তাদের চোখগুলো এত ছোট যে আমি বুঝতে পারি না, তারপরও তারা কিভাবে এদিক-ওদিক ছুটতে থাকা বলগুলো দেখতে পায়।’

এই মন্তব্যের ঘণ্টাখানেক পর ইআরটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় টেলিভিশনে বর্ণবাদী মন্তব্যের কোনো জায়গা নেই। দিমোসথেনিস কারিমিস ও ইআরটির সম্পর্ক আজ থেকে বিচ্ছিন্ন করা হল।’

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর