স্পেনের আলেহান্দ্রো ডাভিডোভিচ ফোকিনাকে সরাসরি ৬-৩, ৬-১ সেটে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন নোভাক জোকোভিচ।
এরই ফলে ক্যারিয়ারের অপ্রাপ্তি ঘোচাতে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন সার্বিয়ান তারকা। কেননা অলিম্পিকে কখনও সোনা জেতা হয়নি কদিন আগে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতা নোভাক জোকোভিচের লক্ষ্য এবার গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা। অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পাশাপাশি যিনি অলিম্পিকেও সোনা জেতেন, তার ওই অর্জনকে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম বলা হয়।
আগামীকাল কেই নিশিকোরির বিপক্ষে শেষ আটে লড়বেন জোকোভিচ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ