৬ আগস্ট, ২০২১ ০৩:৪৬

সেদিন মাঠে সাকিবকে কী বলেছিলেন মেহেদী?

অনলাইন ডেস্ক

সেদিন মাঠে সাকিবকে কী বলেছিলেন মেহেদী?

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের টার্গেট ছিল ১২২ রান। শুরুতে সৌম্য সরকার ও নাঈম শেখ সাজঘরে ফিরলে মেহেদী হাসানেকে চারে পাঠায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু মন্থর উইকেটে বল ব্যাটে আসছিল না, অস্ট্রেলিয়ার বোলিংও ছিল আঁটোসাঁটো। তবে ডানহাতি ব্যাটসম্যান রেখেছিলেন কার্যকরী ভূমিকা। সঙ্গে সাকিবকে জানিয়েছিলেন, মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করতে। বোলারদের ওপর চড়াও হবেন তিনি।

দু'জনের ৩২ বলে ৩৭ রানের জুটির রহস্য বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমে প্রকাশ করেন মেহেদী, ‘আমাকে যেহেতু উপরে পাঠানো হয়েছিল, আমি সাকিব ভাইকে বলছিলাম, আপনি কোনো ঝুঁকি নিয়েন না। আমি সব বলেই চেষ্টা করছি। যদি বের হয়ে যায় (বাউন্ডারি) তাহলে তো খুবই ভালো। আপনি ঠাণ্ডা থাকেন, আমি প্রতি বলেই চান্স নিব।’

মেহেদী বলেন, ‘উইকেটটা খুব সহজ ছিল না। চাইলেই বল ব্যাটে চলে আসে এমন না। ওদের বোলাররা বিশ্বমানের, ওরা জায়গা ছাড়া বল করে না। কষ্ট হয়েছে কাজ করতে গিয়ে। যতটুকু করতে পেরেছি তাতে দল কিছুটা লাভবানই হয়েছে। অমন ইনিংসের জন্য আমরা যে চাপে ছিলাম, সেটা অনেকটাই কেটে গিয়েছিল।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর