অভিষেকে হ্যাটট্রিক পেলেন নাথান এলিস। ৩ ওভারে ২৯ রান দিয়েছিলেন। ড্যান ক্রিস্টিয়ানের বদলে তাকেই শেষ ওভারে আনা হয়।
নাথান এলিসের চতুর্থ বলে মাহমুদউল্লাহ হলেন বোল্ড। পরের দুই বলে ক্যাচ দিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান। মোস্তাফিজ ধরা পড়েছেন ডিপ মিডউইকেটে, মেহেদী স্কয়ার লেগে। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে বোলিং ফিগার শেষ করলেন এলিস। ১২৭ রানে থামল বাংলাদেশ।
আজ সন্ধ্যায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ১২৭ রান করে টাইগাররা। ক্যারিয়ারে ৫ম ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। ৫২ বলে মাইলফলকে গেলেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত