ক্যানসারে আক্রান্ত সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নাদির শাহ অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
নাদির শাহ এর বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশাহ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তার অবস্থা এখন সংকটাপন্ন বলা যাবে না। কারণ এখনো আইসিইউর প্রয়োজন হচ্ছে না। কিন্তু নাদির না খাওয়াতে প্রোটিনের অভাব দেখা দিয়েছে শরীরে, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এ জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা দেখে আরও ভালো বলতে পারবেন।'
আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার নাদির ৬টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে পরিচালনার দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন