২৪ সেপ্টেম্বর, ২০২১ ০১:৪৯

অশ্বিনকে কড়া বার্তা শেবাগের

অনলাইন ডেস্ক

অশ্বিনকে কড়া বার্তা শেবাগের

শেবাগ ও অশ্বিন

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ওপর বেজায় খেপেছেন বীরেন্দ্র শেবাগ। নিজের বোলিং নিয়ে অশ্বিনের এত বেশি পরীক্ষা-নিরীক্ষা মোটেও ভালো লাগছে না দেশটির সাবেক ওপেনারের।

বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিলেন ৩৫ বছর বয়সী অশ্বিন। ২.৫ ওভার বল করে ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।

শেবাগ বলেন, ‘অশ্বিনের একটা ধারণা হয়ে গিয়েছে, যদি ও অফ স্পিন বল করে, তাহলে যে কোনো সময় ওর বলে চার-ছয় হয়ে যেতে পারে। এই ভয় থেকে ও নানা পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছে।’

এই জায়গাটায় শেবাগ টের পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনির অভাব। তার কথায়, ‘যখন ওর বলে উইকেটের পেছনে ধোনি দাঁড়াত, ওকে কিছুতেই এত পরীক্ষা-নিরীক্ষা করতে দিত না। মাঝে মাঝে বোলারকে এটা বোঝাতে হয় যে, ব্যাটসম্যান মারলেও তার আউট হওয়ার সম্ভাবনাও থাকে।’

বুধবার অশ্বিনকে অফ স্পিন করতে দেখাই যায়নি। এতে বিস্মিত শেবাগ, ‘ও যেভাবে বল করছে, তাতে একটাও উইকেট পাবে না। অফ স্পিন শুরু করলে আবার বোল্ড, এলবিডব্লিউ আউটগুলো করতে পারবে। দলের সিনিয়র বোলার হিসেবে মাঝের ওভারগুলোয় ওর উইকেট নেওয়া উচিত।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর