২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২০

দল থেকে বাদ পড়ে যে বার্তা দিলেন দানি আলভেজ

অনলাইন ডেস্ক

দল থেকে বাদ পড়ে যে বার্তা দিলেন দানি আলভেজ

দানি আলভেজ

বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচের জন্য ব্রাজিলের ঘোষিত ২৫ জনের দলে জায়গা পাননি দানি আলভেজ। তবে তাতে মনোবল হারাননি তিনি। ফুটবলে আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী অক্টোবরে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল।

ইনস্টাগ্রামে আলভেজ লিখেছেন, ‘এখনই ফুটবল ছাড়ছেন না তিনি।’ তিনি লিখেছেন, ‘এটাই শেষ নয়! আমি ফিরে আসব।’

দানি আলভেজকে বলা হয়, ফুটবলে সর্বকালের সেরা রাইটব্যাকদের একজন। ক্যারিয়ারে মোট ৪৩টি ট্রফি জিতেছেন ৩৮ বছর বয়সী এ খেলোয়াড়। চলতি বছর টোকিও অলিম্পিকে ব্রাজিল স্বর্ণপদক জিতেছিল, সেই দলেও ছিলেন তিনি। সেভিলা, বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) ১৭ বছর খেলার পর ২০১৯ সালে তিনি যোগ দেন সাও পাওলোতে। কিন্তু ক্লাবটি দীর্ঘসময় ধরে তার বেতন পরিশোধ করতে পারেনি। পরে আলভেজ ক্লাব ছেড়ে বেরিয়ে যান। আলভেজ জানিয়েছেন, ২০২২ সালের আগে আর কোনো ক্লাবে যোগ দেবেন না।  

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর