আইচ মোল্লার লড়াইয়ের পরও শ্রীলঙ্কা সফরের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শুক্রবার ডাম্বুলায় ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪২ রানে হেরেছে বাংলাদেশের যুবারা। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কার যুবাদের ৯ উইকেটে ২২৮ রানের জবাবে ২২ বল বাকি থাকতে ১৮৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
আজ ৬অভিষিক্ত নিয়ে খেলতে নামে লঙ্কানরা। বাংলাদেশকে যেন চমক দেখাতেই এমন একাদশ বাছাই করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ভালো কাজও দিয়েছে এই কৌশল। ব্যাটে-বলে বাংলাদেশকে নাকাল করার নায়ক ছিলেন দুই অভিষিক্ত।
প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কান যুবদল। অভিষিক্ত পাওয়ান পাথিরাজার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৬৭ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিপন মন্ডল। ৫৯ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। বলতে গেলে একাই লড়াই করেছেন ৪ নম্বরে নামা আইচ মোল্লা। ৯৩ বলে ৯ বাউন্ডারিতে ৮৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন।
এ ছাড়া ৩৮ রান আসে ৬ নম্বর ব্যাটার আরিফুল ইসলামের উইলো থেকে। বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। লঙ্কান বোলারদের মধ্যে ত্রিভান ম্যাথিউজ অভিষেক ম্যাচ খেলতে নেমে মাত্র ২৯ রানে নেন ৪টি উইকেট। আরেক অভিষিক্ত শেভন ড্যানিয়েল ২১ রানে শিকার করেন ২ উইকেট।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আগামী ১৮ অক্টোবর (সোমবার)। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে। এ ছাড়া সিরিজের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ২০, ২৩ ও ২৫ অক্টোবর হবে। আর সফরকারীরা দেশে ফিরতে পারেন ২৬ অক্টোবর।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        