আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের দেওয়া ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে চাপে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩২ রানে ৫০ রান করে বেঙ্কটেশ আইয়ার আউট হওয়ার পরই শূন্য রানে সাজঘরে ফিরেন নীতিশ রানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে সাকিবের দল। নারাইন ২ , শুভমন গিল ৫১, দিনেশ কার্তিক ৯ এবং সাকিব শূন্য রানে আউট হয়েছেন।
শুক্রবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ফাফ ডু প্লেসি ও মঈন আলীর ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ১৯২ রানের পাহাড় গড়ে চেন্নাই।
বিডি প্রতিদিন/এমআই