ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে সোমবার রাতে ফিফা র্যাংকিংয়ের তলানির দল স্যান ম্যারিনোকে নিয়ে ছেলেখেলাই করলো ইউরোর রানার্সআপ দল ইংল্যান্ড। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে অধিনায়ক হ্যারি কেইনের একার চার গোলসহ গুনে গুনে দশবার স্যান ম্যারিনোর জালে বল প্রবেশ করিয়েছে তারা।
চার গোল করতে কেইন সময় নিয়েছেন মোটে ১৫ মিনিট। ম্যাচের ২৭ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন তিনি। এরপর ৩১, ৩৯ ও ৪২ মিনিটে জাল কাঁপিয়ে নিজের ডাবল হ্যাটট্রিকসহ দলের স্কোর বানিয়ে ফেলেন ৬-০। দ্বিতীয়ার্ধে সতীর্থদের আরও চার গোলে ইংল্যান্ড জিতেছে ১০-০ গোলে।
এই ১০-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ টিকিটও নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। ম্যাচটি অবশ্য হারলেও ক্ষতি ছিল না ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীদের। কেননা অন্য ম্যাচে হাঙ্গেরির কাছে ১-২ গোলে হেরেছে পোল্যান্ড। ফলে এমনিই বিশ্বকাপ নিশ্চিত হয় ইংল্যান্ডের।
কেইনের রেকর্ডগড়ার দিন স্কোরশিটে নাম তুলেছেন ইংল্যান্ডের আরও পাঁচ খেলোয়াড়। তারা হলেন হ্যারি মাগুইরে (৬), এমিল স্মিথ রো (৫৮), টাইরন মিংস (৬৯), ট্যামি আব্রাহাম (৭৮) ও বুকায়ো সাকা (৭৯)। অন্য গোলটি ছিলো আত্মঘাতী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ