তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে এক ভক্তের মাঠে প্রবেশের ঘটনায় মাঠ ছাড়তে বাধ্য হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠের বেস্টনী ভেঙে প্রবেশ করেছেন একজন দর্শক। সেই দর্শক একজন মুস্তাফিজুর ভক্ত।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটিং চলাকালীন সময়ে নর্দান গ্যালারির লোহার শেকল টপকে হঠাৎই মাঠে ঢুকে পড়েন ওই ভক্ত। এসে সোজা পড়েন মুস্তাফিজের পায়ের কাছে। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা।
১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান ইনিংসের ১৩তম ওভার শেষ হওয়ার ঠিক পরের ঘটনা। নর্দান গ্যালারি থেকে বাংলাদেশের জার্সি পরা এক দর্শক লোহার শেকল টপকে মাঠে ঢুকে অদ্ভুত এক কাণ্ড করেন। দৌড়ে ছুটে গিয়ে মুস্তাফিজের পায়ের কাছে কাছে বসে ‘ভালোবাসা’ প্রকাশ করেন সেই ভক্ত।
পরে বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে চলে গেলেন মাঠের বাইরে। এরপর মুস্তাফিজের শরীর স্পর্শ করায় তিনিও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।
মাঠ ছাড়ার আগে মুস্তাফিজ ২.১ ওভার বল করে ১২ রান দিয়ে একটি উইকেট লাভ করেন।
ভক্ত মাঠে প্রবেশ করায় বায়ো বাবোল ভেঙে গেছে। পাকিস্তান চাইলে এই খেলা এখানেই বন্ধ হতে পারতো, ডিএল মেথডে এগিয়ে ছিল পাকিস্তানই।
শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এতে এক ম্যাচ হাতে রেখে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন