ওলে সোল্কজায়েরের পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ কে হবেন? ফুটবল মহলের সব থেকে বড় প্রশ্ন এখন এটাই। ওলে পরবর্তী যুগে রেড ডেভিলসদের কোচ হওয়ার দৌড়ে সবার প্রথম নামটা ছিল রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানের। কিন্তু সেক্ষেত্রেও ধাক্কা খেতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে।
ইংল্যান্ড ও ফরাসি সংবাদপত্রের খবর অনুযায়ী, জিদান প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ? তিনটি বিষয় উঠে আসছে। প্রথমত- জিদান ইংরিজি বলাতে ও বুঝতে খুব একটা সাবলীল নন। তাই ইংল্যান্ডে কোচিং করাতে চাইছেন না। দ্বিতীয়ত- তার স্ত্রী ইংল্যান্ডে যেতে চান না। তৃতীয়ত- জিদানকে নাকি কোচ করতে চাইছে পিএসজি। তিনি অনেক বেশি স্বচ্ছন্দ প্যারিসে থাকতে।
তৃতীয় কারণটি দেখেই উঠছে আর একটি প্রশ্ন। মেসিদের কোচ বদল হচ্ছে কি? ফুটবল মহলের মতে, জিদান ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের নজর রয়েছে পিএসজি কোচ পচেত্তিনোর দিকে। জিদান রাজি না হওয়ায় ম্যান ইউ এবার প্রস্তাব দিতে পারে মেসিদের কোচকে। তিনি ম্যানচেস্টার আসতে রাজি হলে, পিএসজির কোচের পদ ফাঁকা হয়ে যাবে। তখন সেখানে জিদান দায়িত্ব নিতে পারেন।
চলতি বছর মে মাসে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শেষ করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী। তারপর থেকে কোনও কাজ করছেন না তিনি। জিদানের রেকর্ড বুকে আছে পরপর তিনটি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। আছে লা-লিগা ও স্প্যানিশ সুপার কাপও। তবে জিদান না বলার পর তাকে আর তালিকায় রাখছে না রেড ডেভিলসরা।
এই অবস্থায় ম্যানচেস্টারের পরবর্তী টার্গেট পিএসজি কোচ মৌরিসিও পচেত্তিনো। শোনা যাচ্ছে, প্যারিসে নিজেকে মানিয়ে নিতে পারছেন না আর্জেন্টিনার কোচ। এখনও হোটেলে থাকছেন। প্যারিসে নিজের বাড়িও ভাড়া করেননি। পিএসজি ম্যানেজমেন্ট নিয়ে যেমন তার ক্ষোভ আছে তেমনই মেসি-নেইমার-এমবাপ্পের মতো তারকাদের দাম্ভিকতা সামলাতে পারছেন না তিনি। তাই প্যারিস ছাড়ার সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত