পাকিস্তানের বিপক্ষে রিয়াদের ঘূর্ণিতেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরে আগেই সিরিজ হেরেছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১২৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এদিন বাংলাদেশের জার্সিতে ব্যাট হাতে ৫০ বলে ৪৭ রান করেন মোহাম্মদ নাঈম। টি-টোয়েন্টি ক্রিকেটে যা কোনো মতেই মানানসই না। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন ভিন্ন কথা। তার মতে নাঈমের ব্যাটিং ভালো ছিল। ‘ওই সময় আমার মনে হয়েছে পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ ছিল। নাঈম ভালো ব্যাটিং করেছে। আফিফ ও নাঈমের পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ ছিল।’
শুধু নাঈম নয়, তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন মাহমুদুল্লাহ। জানিয়েছেন তাদের সময় লাগবে, ‘অনেক নতুন ছেলে ছিল। যারা অভিষিক্ত হয়েছে। সাইফ ডেব্যু করেছে। আজ শহীদুল করেছে এবং বেশ ভালো বোলিং করেছে। এটা তরুণদের জন্য খুব ভালো সুযাগ তৈরি করেছে। তবে আমার মনে হয় একটু সময় লাগবে। কেননা টি–টোয়েন্টিটা এতটা সহজ না। বিশেষ করে তরুণদের জন্য। আমি মনে করি তারা এটি ম্যানেজ করে নেবে এবং তারা খুব ভালো পারফর্ম করবে।’
এই সিরিজে উইকেট নিয়েও খুশি মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘উইকেট বেটার ছিল (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের চেয়ে)। যদি দুটি শেষ সিরিজের সঙ্গে এটির তুলনা করা হয় তাহলে বলবো এটা বেটার উইকেট ছিল।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ