চাঁদপুরে অনুর্ধ্ব ১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শাহরাস্তি উপজেলা বনাম মতলব উত্তর উপজেলা।
টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার দলা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
বিডি প্রতিদিন/হিমেল