হরভজন সিং তার মুম্বাইয়ের বাড়ি বিক্রি করে দিয়েছেন। একটি সংস্থার দাবি অনুযায়ী, হরভজনের এই বাড়ি ১৭ কোটি ৫৮ লাখ রুপিতে বিক্রি করা হয়েছে। হস্তান্তরবাবদ (স্ট্যাম্প ডিউটি) ৮৭ লাখ ৯০ হাজার রুপি কর দিতে হয়েছে হরভজনকে।
মুম্বইয়ের আন্ধেরিতে ২,৮৩০ বর্গফিটের একটি বাড়ি ছিল হরভজনের। ২০১৭ সালের ডিসেম্বর মাসে সেই বাড়ি কিনেছিলেন ভারতীয় স্পিনার। ২০১৮ সালের মার্চ মাসে তার নামে নথিভুক্ত হয় সেই বাড়িটি। রুস্তমজি এলিমেন্টস নামক একটি আবাসন নির্মাণ সংস্থার থেকে এই বাড়ি কিনেছিলেন হরভজৃন।
সেই বাড়ির দাম এই মুহূর্তে বেড়ে যাওয়ার কারণেই হরভজন বিক্রি করে দিলেন বলে মনে করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ