টি-টোয়েন্টি সিরিজে একক আধিপত্য দেখিয়েছে পাকিস্তান। টানা তিন ম্যাচ জিতে এবার টেস্ট সিরিজের দিকে চোখ সফরকারীদের। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ভয় না পেলেও টেস্ট ক্রিকেটে স্বাগতিকদের হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের মতে, তরুণ্য নির্ভর দল হলেও এখানকার কন্ডিশনই হতে পারে তাদের বড় চ্যালেঞ্জ। তাই এই সিরিজে সাফল্য পেতে হলে ধৈর্য ধরে রাখতে হবে সতীর্থদের।
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে চারধাপ এগিয়ে পাকিস্তান। যেখানে বাংলাদেশ নয় নম্বরে, সেখানে পাকিস্তান পাঁচে। দুই দলের পার্থক্যটা সহজেই অনুমেয়। তার ওপর সিনিয়র বেশ কয়েকজন ইনজুরিতে পড়ায় তারুণ্য নির্ভর দল বাংলাদেশ। এতো কিছুর পরও বাংলাদেশকে সহজভাবে নিচ্ছেন না বাবর আজমরা।
চট্টগ্রাম টেস্টের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর জানালেন, বাংলাদেশকে সহজভাবে নেওয়ার কোনো উপায় নেই।
বাবর বলেন, ‘ওদের ঘরের মাঠ, নিজেদের চেনা কন্ডিশন। ওদের কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। কোনো দলকেই আসলে হালকা করে নেওয়ার সুযোগ নেই। ওদের কয়েকজন ক্রিকেটার নেই, দলটা তরুণ। তবে যারা আছে, তারা এই কন্ডিশনেই তো খেলে। কাজটা তাই কঠিন হবে আমাদের জন্য।’
তিনি মনে করছেন, কন্ডিশনের কারণে পাকিস্তানকে বড় পরীক্ষায় ফেলতে পারে বাংলাদেশ। এই কন্ডিশনের কারণেই পাকিস্তানকে ফেভারিটের আসনে বসানোর সাহস খুঁজে পাচ্ছেন না বাবর। তার ভাষায়, ‘আমার মতে কন্ডিশনই মূল পার্থক্য। ধৈর্য রাখতে হবে, তাহলে ফল আমাদের পক্ষে আসবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ