১৯ জানুয়ারি, ২০২২ ১১:৩০

পাকিস্তানি পেসার হাসনাইনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

অনলাইন ডেস্ক

পাকিস্তানি পেসার হাসনাইনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

মোহাম্মদ হাসনাইন

পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়ার। বিগ ব্যাশে খেলার সময় এই সন্ধেহ করা হয়।

সিডনি থান্ডারের হয়ে দারুণ সময় পার করেছেন মোহাম্মদ হাসনাইন। পাঁচ ম্যাচে ৭ উইকেট নেন ২১ বছর বয়সী এই তরুণ পেসার।

কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই দুঃসংবাদ পেলেন তিনি। আম্পায়াররা প্রশ্নবিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশন। লাহোরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের টেস্ট করা হবে হাসনাইনের।

এদিকে, এ মাসেই শুরু হচ্ছে পিএসএল। পরীক্ষায় হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হলে যথারীতি খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। কিন্তু অ্যাকশনে ত্রুটি ধরা পড়লেও পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলে তাকে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি দিতে পারে। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া

বিডি প্রতিদিন/কালাম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর