২৯৭ রান তাড়া করতে গিয়ে ১৩৮ রানে ১ উইকেট থেকে ১৯৯ রান তুলতে চলে গেল ৭ উইকেট। মাত্র ৬১ রানে ৬ উইকেট হারানোর জন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে ২৬৫ রানে থেমে ৩১ রানে হেরে গেল ভারত। এই লজ্জাজনক হারের পর দলের মিডল অর্ডারকে কাঠগড়ায় দাঁড় করালেন অধিনায়ক কেএল রাহুল।
টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে হারের পর এবার একদিনের সিরিজেও ০-১ ব্যবধানে পিছিয়ে গেল ভারতীয় দল। তাই হতাশ কেএল রাহুল। সেই হতাশা গোপন না করে ম্যাচের শেষে তিনি বলেন, ম্যাচে ভাল লড়াই হয়েছে। দারুণ ম্যাচ ছিল। এই হার থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হবে। দ্রুত শিক্ষা নিতে হবে। মিডল অর্ডারকে আরও দায়িত্ব নিতে হবে। তেমনই বোলিং করার সময় মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়া প্রয়োজন। আমার ধারণা আমরা ২০-২৫ রান বেশি খরচ করে ফেলেছি। তবুও জেতা উচিত ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা ও দক্ষিণ আফ্রিকার দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচটা হারতে হল।
তিনি আরও বলেন, আমিও বড় রান পেলাম না। তবে শিখর ও কোহলি কিন্তু দাপট দেখাচ্ছিল। কিন্তু তাদের আউট হওয়ার পরেই আমরা দ্রুত ম্যাচ থেকে হারিয়ে গেলাম। উইকেটে কোনও জুজু ছিল না। তাই এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না। আমাদের দ্রুত ভাবতে হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ