২০১৬ সালের ২৯ অক্টোবরের পর বুধবার (১৯ জানুয়ারী) প্রথমবার অধিনায়কের টুপি খুলে রেখে ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। আর সেই সফরের শুরুতেই এল হাফ সেঞ্চুরি। শুধু তাই নয়, রেকর্ডের হিসাবে পিছনে ফেলে দিলেন শচীন টেন্ডুলকারকেও।
কোহলির ব্যক্তিগত ইনিংসটা হয়তো আরও স্মরণীয় হয়ে থাকত যদি পার্লে ওয়ানডে সিরিজের শুরুটা হত দলের জয় দিয়ে। কিন্তু প্রোটিয়া ব্যাটার ও বোলারদের দাপটে ছিন্নভিন্ন হয়ে গেল কেএল রাহুলের সংসার। কাজে দিল না টিম ইন্ডিয়ায় কামব্যাক করা শিখর ধাওয়ান ও শার্দূলের মরিয়া লড়াই। ৩১ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে গেল ভারত।
এদিন ওয়ানডেতে ৬৩ তম অর্ধশতরানটি করে ফেললেন কোহলি। তবে তার আগেই গড়ে ফেলেন নতুন রেকর্ড। ভারতীয় ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন কোহলি। দেশের বাইরে ১০৮টি ম্যাচে তার সংগ্রহ ৫০৭০ রান। এই তালিকাতেই ১৪৭ ম্যাচে ৫০৬৫ রান নিয়ে শীর্ষে ছিলেন মাস্টার ব্লাস্টার শচীন। নেতৃত্বের দায়িত্ব ঝেড়ে ফেলে পার্লে শচীনকে টপকে গেলেন কোহলি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ