ভারত ও নিউজিল্যান্ডকে পিছু হটিয়ে এবার আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ ৪-০ তে জিতে নেওয়ায় র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করল ক্যাঙ্গারুরা।
দক্ষিণ আফ্রিকায় ২-১ এ সিরিজ হেরে ভারত নেমে গেছে তিন নম্বরে। আর প্রোটিয়ারা এক ধাপ এগিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে। নিউজিল্যান্ড দ্বিতীয় স্থান ধরে রেখেছে।
অস্ট্রেলিয়া অ্যাশেজ শুরু করে ব্রিসবেনে ৯ উইকেটে জিতে। পরে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট তারা জেতে ২৭৫ রানে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাত্র তিন দিনে ইনিংস ও ১৪ রানে জিতেছিল অজিরা। সিডনিতে চতুর্থ ম্যাচ রোমাঞ্চকর ড্রয়ে ইংল্যান্ড হোয়াইটওয়াশ এড়ায়। কিন্তু হোবার্টেও আধিপত্য বিস্তার করে তিন দিনে সফরকারীদের ১৪৬ রানে হারায় অস্ট্রেলিয়া।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতলেও জোহানেসবার্গ ও কেপটাউনে হেরে যায় ভারত। তাতে শীর্ষস্থান থেকেও নেমে যেতে হলো তাদের। দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে ভারতকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চতুর্থ স্থানে।
প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে ১-১ এ সিরিজ ড্র করলেও দ্বিতীয় স্থানে। পাকিস্তান এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে। বাকি ছয় স্থান অপরিবর্তি রয়েছে। পরের স্থানগুলোতে যথাক্রমে রয়েছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
বিডি প্রতিদিন/কালাম