বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করল শেখ রাসেল ক্রীড়া চক্র। বুধবার টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ বুধবার মারুফুল হকের দলের বিপক্ষে ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র করে শেখ রাসেল।
এদিন টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে খেলা শুরুর ২০ মিনিটে মোহাম্মদ জুয়েলের গোলে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ২০১২-১৩ মৌসুমের ট্রেবল জয়ীরা। ৩৩ মিনিটেই চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থাংকগড।
প্রথমার্ধে সমতায় থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে দুই দল। তবে বিরতির পর আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনীকে। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী।
দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব। এ নিয়ে টানা দুই ম্যাচ জিতল সাইফ স্পোর্টিং। দুই ম্যাচে ৬ করে পয়েন্ট শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও সাইফ স্পোর্টিংয়ের। ৪ পয়েন্ট আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনীর।
বিডি-প্রতিদিন/শফিক