সাবেক ইংলিশ ফুটবলার ওয়েন রুনিকে নিয়ে ভয়ে থাকতেন বিপক্ষ দলের খেলোয়াড়রা। কিন্তু রেকর্ড গোলদাতা নিজেও ভয়ের মধ্যে থাকতেন। সম্প্রতি জানিয়েছেন সে কথা। মৃত্যুভয় তাড়া করে বেড়াতো তাকে। তার মতো হতো তিনি নিজেকে শেষ করে ফেলবেন কিংবা কারো জীবন শেষ করে ফেলবেন।
বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে নিজের জীবনের অন্ধকার সময় নিয়ে বলতে গিয়ে ৩৬ বছরের রুনি বলেন, ‘সেই ভুল হতে পারে নারীদের সঙ্গে সম্পর্ক, মদ্যপান করে গাড়ি চালানো, যেটা আমি করেছি, এতে কারও জীবন চলে যেতে পারতো- নিজেকে শেষও করে ফেলতে পারতাম। আমি জানতাম আমার কারও সাহায্য প্রয়োজন, নিজেকে রক্ষার জন্য, আমার পরিবারকে রক্ষার জন্য।’
তারপরও নিজের সমস্যা গোপন রেখেছেন রুনি। ডার্বি কাউন্টি ম্যানেজার বলেন, ‘১০/১৫ বছর আগে আমি ড্রেসিং রুমে গিয়ে অবশ্যই বলতে পারতাম না আমি অ্যালকোহলে আসক্তির সঙ্গে লড়ছি, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছি। আমি সেটি বলতে পারতাম না।’
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা