এবারের আইপিএলে নিলামে নাম রয়েছে অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটারের। কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন অজি তারকা প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথরা। কিন্তু অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা দেশের স্বার্থে আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন না। আসন্ন পাকিস্তান সিরিজেই নজর স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, আইপিএল খেলার জন্য আমরা সব সময়ই তৈরি। কিন্তু জাতীয় দলের খেলা থাকলে আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব হবে না।
২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন এ সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে আর এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজি তারকারা। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের মধ্য দিয়ে পাকিস্তান সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৫ এপ্রিল টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ানদের পাকিস্তান সফর শেষ হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ