সদ্যই বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। এবার তার জায়গায় টাইগারদের সাবেক কোচ জেমি সিডন্সকে দায়িত্বে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেন, ‘জেমি সিডন্স জাতীয় দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন। সিনিয়র ক্রিকেটার ও বোর্ড ডিরেক্টরদের কাছ থেকে আমরা শুনেছি যে তিনি ভালো কোচ, এ কারণেই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। ’
এর আগে গতকাল বুধবার পদত্যাগ করেন প্রিন্স। যদিও অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার। কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে তিনি সম্পর্ক ছিন্ন করলেন আগেভাগে। এদিকে, আগে থেকেই গুঞ্জন চলছিল, বিসিবির ব্যাটিং পরামর্শক সিডন্স হতে যাচ্ছেন পরের কোচ। সেটাই সত্যি হলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ