রীতিমতো দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতল রোহিত শর্মার ভারত। তৃতীয় এবং শেষ ম্যাচে জয় এল ৯৬ রানে। সিরিজের ফলাফল ৩-০।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ভারত করে ২৬৫ রান। ৪২ রানের মধ্যে রোহিত, কোহলি এবং ধাওয়ানকে হারিয়ে চাপে পড়ে ভারত। সামলে নেন শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পন্থ। দলের হয়ে সর্বোচ্চ রান শ্রেয়াসের। তিনি ১১১ বলে ৮০ রান করেন। পন্থ ৫৪ বলে ৫৬। শেষ বেলায় ওয়াশিংটন সুন্দর ৩৩ এবং দীপক চাহার ৩৮ রান করে ভদ্রস্থ স্কোর খাড়া করেন।
ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচের মতোই ব্যাটিং বিপর্যয় দেখা দেয় ক্যারিবিয়ান শিবিরে। প্রথম সারির ব্যাটসম্যানরা আবার হতাশ করলেন। তার ওপর ছিলেন না কায়রন পোলার্ড। ফর্মে থাকা জেসন হোল্ডারও ব্যর্থ হন। ৫০ ওভারের ফর্ম্যাটে অনেকদিন ধরেই এই রোগে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ। কোনও ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ক্রিজে পড়ে থাকছেন না। যে যার মতো উইকেট ছুড়ে দিয়ে আসছেন। অবশ্য প্রশংসা করতে হবে ভারতীয় বোলারদেরও। বিশেষ করে প্রথম স্পেলে অনবদ্য সুইং বোলিংয়ের নিদর্শন দেখালেন দীপক চাহার। আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্রসিদ্ধ কৃষ্ণও উইকেট তুললেন।
সিরিজ আগেই জিতে যাওয়ায় এদিন চাহালের জায়গায় কুলদীপ যাদবকে খেলানো হয়েছিল। কুলদীপের সমস্যা হলো একটা আনপ্লেয়েবল বিশ্বমানের ডেলিভারি করার পরেই একটা ওভারপিচড কিংবা শর্ট বল করে দেবেন। যে কোনও কারণেই হোক লেন্থের ওপর নিয়ন্ত্রণটা তার এখনও আসছে না। দুই উইকেট নিলেন চায়নাম্যান এই বোলার, কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যান ওডিয়ন স্মিথের কাছে মারও খেলেন।
ভারতের কাছে এই সিরিজের প্রাপ্তি অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণ। তাকেই ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার দেওয়া হল। আর তৃতীয় ম্যাচের সেরা হলেন শ্রেয়াস আইয়ার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৬৫ (রোহিত ১৩, ধাওয়ান ১০, কোহলি ০, শ্রেয়াস ৮০, পান্ত ৫৬, সূর্যকুমার ৬, ওয়াশিংটন ৩৩, দিপক ৩৮, কুলদিপ ৫, সিরাজ ৪, প্রসিধ ০*; রোচ ৭-০-৩৯-০, জোসেফ ১০-১-৫৪-২, স্মিথ ৭-০-৩৬-১, হোল্ডার ৮-১-৩৪-৪, অ্যালেন ৮-০-৪২-১, ওয়ালশ ১০-০-৫৯-২)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৭.১ ওভারে ১৬৯ (হোপ ৫, কিং ১৪, ব্রাভো ১৯, ব্রুকস ০, পুরান ৩৪, হোল্ডার ৬, অ্যালেন ০, জোসেফ ২৯, স্মিথ ৩৬, ওয়ালশ ১৩, রোচ ০*; দিপক ৮-১-৪১-২, সিরাজ ৯-১-২৯-৩, প্রসিধ ৮.১-১-২৭-৩, কুলদিপ ৮-০-৫১-২, ওয়াশিংটন ৪-০-১৭-০)
ফল: ৯৬ রানে জয়ী ভারত
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ৩-০ তে জয়ী ভারত
ম্যান অব দা ম্যাচ: শ্রেয়াস আইয়ার
ম্যান অব দা সিরিজ: প্রসিধ কৃষ্ণা
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ