শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলা গোলাপি বল টেস্টে ভারতীয় ক্রিকেটাররা একের পর রেকর্ড গড়ে চলেছেন এবং রেকর্ড ভেঙে চলেছেন। রবিবার (১৩ মার্চ) বেঙ্গালুরুতে দিবারাতের টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে।
প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ৮৬। এরপর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দ্রুত চার উইকেট হারিয়ে ফেলেন করুণারত্নেরা। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে রোহিতের ভারত। ভারতের দ্বিতীয় ইনিংসে কপিল দেবের ৪০ বছরের পুরানো রেকর্ড ভেঙে দিলেন তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।
ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়লেন পন্থ। ২৮ বলে এডীণ অর্ধশতরান পূর্ণ করেন পন্থ। ১৯৮২ সালে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সব থেকে কম বলে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন কপিল দেব। ৩০ বলে টেস্ট হাফসেঞ্চুরির নজির গড়েছিলেন কপিল দেব। সেই রেকর্ডই ভেঙে দিলেন পন্থ।
টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারদের তালিকা-
১) ২৮ বল – ঋষভ পন্থ, বনাম শ্রীলঙ্কা (বেঙ্গালুরু ২০২২)
২) ৩০ বল – কপিল দেব বনাম পাকিস্তান (করাচি ১৯৮২)
৩) ৩১ বল – শার্দূল ঠাকুর বনাম ইংল্যান্ড (ওভাল ২০২১)
৪) ৩২ বল – বীরেন্দ্র ষেবাগ বনাম ইংল্যান্ড (চেন্নাই ২০০৮)
তবে কপিল দেবকে টপকে যাওয়ার দিন বড় ইনিংস খেলে ফিরতে পারেননি পন্থ। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি আউট হওয়ার পরে ব্যাটিংয়ে নামেন পন্থ। প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন পন্থ। তবে হাফসেঞ্চুরি করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি পন্থ। শেষ পর্যন্ত ৩১ বলে ৫০ করে আউট হন পন্থ। তার ৫০ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ