ব্রিটিশ আমলে পূর্ব বাংলা থেকে যাওয়া মানুষরা মিলে এক শতাব্দীরও বেশি আগে গড়ে তুলেছিলেন এক ফুটবল ক্লাব। নাম দিয়েছিলেন ইস্ট বেঙ্গল। কলকাতার এই ক্লাবের কয়েকজন কর্মকর্তা শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আমন্ত্রণে ঢাকায় এসেছেন। এখানে এসে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সসহ নানা ক্রীড়া আয়োজন দেখে তারা অভিভূত।
বুধবার ঢাকার এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ইস্ট বেঙ্গল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। দ্রুতই একসঙ্গে কাজ করার কৌশল ঠিক করবেন তারা।
ইস্ট বেঙ্গলের কার্য নির্বাহী কমিটির সদস্য দেবব্রত সরকার ও সহসচিব রূপক সাহা সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় দেবব্রত সরকার বলেন, ‘শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে ইস্ট বেঙ্গল ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। এটা সবাই জানেন। সে সময় তার সঙ্গে আলাপ হয়। দুই বাংলার দুই ক্লাব এক সঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে তিনি আগ্রহ প্রকাশ করে। তারই আমন্ত্রণে আমরা এখানে এসেছি। এখন আমরা একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছি। এবার কর্মকৌশল ঠিক করে সামনে এগিয়ে যেতে চাই।’
তিনি আরও জানান, ভবিষ্যতে দুই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হতে পারে। ফুটবলের অবকাঠামো উন্নয়নেও দুই ক্লাব একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন দেবব্রত সরকার। এই অঞ্চলের ফুটবলকে এশিয়ান লেভেলে নিয়ে যাওয়া সম্ভব হবে একসঙ্গে কাজ করলে। ফুটবলের পুরনো গৌরব ফিরিয়ে আনাও সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স দেখে অভিভূত ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা। দেবব্রত সরকার বলেন, ‘আমরা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স দেখেছি। সত্যি বলতে অভিভূত হয়ে পড়েছি। আমাদের দেশে অনেক স্টেডিয়াম আছে। স্পোর্টস কমপ্লেক্সও আছে অনেক। আমি কোনোটার সঙ্গে তুলনা করতে চাই না। তবে এটা অসাধারণ এক ক্রীড়া কমপ্লেক্স হতে যাচ্ছে।’