করাচির দ্বিতীয় টেস্ট, নিশ্চিত পরাজয়ের মুখে পাকিস্তান। ত্রাতা হয়ে হাত বাড়ালেন স্বয়ং কাপ্তান বাবর আজম, আর তাতেই পরিত্রাণ। ৫০৬ রানের টার্গেটে খেলতে নেমেও হারেনি পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হওয়া দলটা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে তুলেছে ৪৪৩ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা হয়েছে ড্র।
আর এই জয়ে শফিক আর রিজওয়ান বড় অবদান রাখলেও ৪২৫ বলে ১৯৬ রান করে পাকিস্তানকে সামনে থেকে বাঁচিয়েছেন বাবর আজম। তার এমন অনবদ্য ইনিংস সবার নজড় কেড়েছেন।
বাবরের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকেই বর্তমানের বিশ্বসেরা বললেন, সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। শুধু টেস্ট নয়, তিন ফরম্যাটেই ভনের কাছে এখন বাবর সেরা।
টুইটারে ভনের সাফ কথা ‘কোনো প্রশ্ন ছাড়াই বাবর এখন তিন ফরম্যাটেই বিশ্বসেরা ব্যাটার।’ ওয়ানডের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও বিরাট কোহলিকে টপকে গেছেন বাবর আজম।
বিডি প্রতিদিন/নাজমুল