জাতীয় দলে জায়গা করে নেওয়ার দিকে আর নজর নেই বলেই এবার অস্ত্রোপচারের ঝুঁকিতে যাননি, মিরপুরে সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনি আরও জানিয়েছেন, এবার অস্ত্রোপচার করালে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ক্রিকেটে ফিরতে নয় মাস লেগে যেতো। ম্যাশের দাবি, এই প্রক্রিয়া শেষ করে ক্রিকেটে ফেরা তার জন্য অসম্ভবই ছিল।
এর আগে এক ফেসবুকে পোস্টে মাশরাফি নিজেই জানিয়েছেন, ‘লাস্ট ৩টা দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার এবং ফিজিওর সাথে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম। হয়তো পরে কোনো এক সময় দেখা যাবে। আবারও সেই রিহ্যাব শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাতত মাঠ ডাকছে (ডিপিএল) । বাকিটা আল্লাহ ভরসা। লিজেন্ড অব রুপগঞ্জ, ইনশাল্লাহ সি ইউ অন গ্রাউন্ড।’
বিডি প্রতিদিন/নাজমুল