ত্রিদেশীয় টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে ফাইনালে উঠলো পাকিস্তান। আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে ভারত। জবাবে পাকিস্তান দল ৮ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এদিন পাকিস্তানের উড়ন্ত জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বদর মনির ও রশিদ। দু’জনই দুর্দান্ত ফিফটি তুলে নেন। উভয়ই খেলেন ৬৪ রানের ম্যাচ উইনিং ইনিংস। তবে ম্যাচসেরা নির্বাচিত হন বদর। অন্যদিকে, প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন অধিনায়ক প্রকাশ জয়ারামিয়াহ। এছাড়া সুনিল রমেশের উইলো থেকে আসে ২৪ রান।
এ নিয়ে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দল চলতি সিরিজে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দুই ম্যাচে হারাল। এই টুর্নামেন্টের অপর দল বাংলাদেশ। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচে জয়ী দল ফাইনালে উঠবে। শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ মার্চ।
বিডি-প্রতিদিন/শফিক