অজেয় নিউজিল্যান্ড জয় করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে জয় থাকলেও দেশটির বিপক্ষে কোনো জয় ছিল না। টেস্ট, ওয়ানডে ও টি-২০-তিন ফরম্যাটে টানা ৩২ ম্যাচ হারের পর প্রথম জয়ের উচ্ছ্বাসে মাতে টাইগাররা। জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ঐতিহসিক টেস্ট জয় আত্মবিশ্বাস জোগাচ্ছে তামিম ইকবালদের। ঢাকা ছাড়ার আগে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম নিউজিল্যান্ড আত্মবিশ্বাসকে পুঁজি করে দক্ষিণ আফ্রিকা বধের স্বপ্ন দেখছেন। আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ সুপার লিগে প্রোটিয়াসদের বিপক্ষে এটাই প্রথম ম্যাচ টাইগারদের।
আজকের ম্যাচে সাকিব আল হাসান খেলছেন, এটা সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সুতরাং, তিন নম্বর পজিশনে তিনিই থাকছেন। ওপেনিংয়ে অধিনায়কের সঙ্গী হবেন ফর্মে থাকা লিটন দাস। এটাও অনেকটা নিশ্চিত। চারে মুশফিকুর রহিম। তিনি উইকেটকিপিংও করবেন। এ নিয়ে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে তাকে।
পাঁচ নম্বর পজিশনে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ইয়াসির আলি রাব্বি। কিন্তু ব্যর্থ হয়েছেন। তবে তার ওপর এখনই ভরসা ছাড়তে নারাজ টিম ম্যানেজম্যান্ট। তাকে বাজিয়ে দেখতে আরও সুযোগ দেওয়ার পক্ষে দল। এমনটা হলে এই পজিশনে তাকেই দেখা যাবে। আবার, দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বেশ ভালো কয়েকটি ইনিংস রয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা মাহমুদুল হাসান জয়ের। সেক্ষেত্রে তারও খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তখন হয়তো রাব্বিকে বসতে হতে পারে।
ছয় নম্বরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও সাত নম্বরে আফিফ হোসেন। এই দুটি পজিশনও অনেকটা নির্ধারিত। এবার প্রশ্ন হলো, কন্ডিশন বিবেচনায় দলে কি চার পেসার খেলবে না কি তিন পেসার। যদি তিন পেসার খেলানো হয়, তাহলে আট নম্বর পজিশনে সুযোগ পাবেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওই পজিশনে তার ব্যাটিংটা অনেক কার্যকরী। এটারই সম্ভাবনা বেশি। আর যদি চার পেসার খেলানো হয়, সেক্ষেত্রে তাসকিন, শরিফুল ও মুস্তাফিজের সঙ্গে দেখা যেতে পারে এবাদত হোসেনকে। তবে এই সম্ভাবনা কম। কারণ, একজন বেশি ব্যাটার খেলানোর পক্ষেই হয়তো থাকবে টিম ম্যানেজম্যান্ট।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাস ও মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ