প্রথম ওভারে কোনো রান আসেনি। সেঞ্চুরিয়নে শুরু থেকে সাবধানী তামি ইকবাল আর লিটন দাস। এনগিডি আর রাবাদাদের লাফিয়ে ওঠা বল সামলাতে খানিকটা হিমশিম খেলেও তালটা এখন পর্যন্ত ভালোই ধরে আছেন দুই ওপেনার। প্রথম ১০ ওভারে তামিম লিটনের ওপেনিং জুটি তুলতে পেরেছে ৩৩ রান।
বাংলাদেশেরে একাদশে শুরুতেই আছেন, তামিম ইকবাল (অধিনায়ক)। এরপর একে একে আছেন লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
অন্যদিকে সাউথ আফ্রিকার একাদশে আছেন যারা, কাইল ভেরেইনা, ইয়ানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়া, ডোয়াইন প্রিটোয়ারিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি।
বিডি প্রতিদিন/নাজমুল