এনগিডির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরলেন সাকিব আল হাসান। ততক্ষণে তার ঝুলিতে জমা হয়েছে ৬৪ বলে ৭৭ রান।
মানসিক আর শারীরিক অবস্থা ভালো নয়, সাউথ আফ্রিকাই যেতে চাননি সাকিব আল হাসান। তারপর বিসিবি সভাপতির সাথে আলোচনার পর বিমান ধরেছিলেন সাকিব।
আর সেই সফরের প্রথম ওয়ানডেতেই সাকিবের ভাগ্য সুপ্রশন্ন। তিন নম্বরে নেমে চাপে থাকা দলকে টেনে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন মিস্টার অলরাউন্ডার। ইয়াসির রাব্বিকে নিয়ে ১১৫ রানের জুটি গড়েন সাকিব। তার বিদায়ের পর ৪৪ বলে ৫০ রান করে ইয়াসিরও ফিরেছেন সাজঘরে।