পাকিস্তানের নতুন প্রধামন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর নেতা শাহবাজ দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
শাহবাজকে অভিনন্দন জানিয়ে অলরাউন্ডার ক্রিকেট তারকা শহীদ টুইটারে লিখেছেন, ‘আশা করি, তিনি তার ব্যবস্থাপনার দক্ষতা দিয়ে পাকিস্তানকে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট থেকে বের করে আনবেন। পাকিস্তান জিন্দাবাদ।’
উল্লেখ্য, গতকাল সোমবার ১৭৪ ভোট পেয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিরোধী দলীয় নেতা শাহবাজ। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা শাহ মোহাম্মদ কোরেশি কোনো ভোট পাননি। কারণ কোরেশির দল ভোট প্রক্রিয়া বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল।
সূত্র : জিওটিভি
বিডি প্রতিদিন/ফারজানা