আবারও আলোচনায় মিরপুরের উইকেট। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) উইকেট নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। ৩৮ ওভার পরেও বল না ওঠায় মাঠ কর্মীদের ওপর রাগ ঝেড়েছেন রিয়াদ।
উইকেট ইস্যুতে মুখ খুলতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির দায়িত্বরত সদস্যরা। তবে সোমবার নির্বাচক আব্দুর রাজ্জাক সংবাদমাধ্যমকে বলেন, ‘সবসময় মনমত উইকেট পাবেন না। খেলোয়াড়রাও সবসময় খুশি থাকবে এটাও হবে না। খেলোয়াড়দের চাওয়া অনুযায়ী সবসময় কিউরেটরদের উইকেট বানানো কঠিন। একটানা খেলা চলছে। কখনও সমস্যার সম্মুখীন হতে হবেই, এটাই স্বাভাবিক। মিরপুরে সবাই খেলতে চায়। যার কারণে বিরতি দেওয়া যায় না। অভিযোগ থাকবেই। পেস বান্ধব হলেও কঠিন, স্পিন বান্ধব হলেও কঠিন। শুধু ব্যাটিং বান্ধব হলেও বোলারদের অভিযোগ থাকবে। উইকেট যেমনই হোক অভিযোগ থাকেই।’
রাজ্জাক আরও বলেন, ‘বাংলাদেশের উইকেট রাতারাতি বদলে ফেলা যাবে না। বোর্ড থেকে পদক্ষেপ নিচ্ছে। এটার জন্য কিছু দিন সময় লাগবে। আমার কাছে মনে হয় উইকেট আরও ভালো হয়েছে। আগের সাথে তুলনা করা ঠিক হবে না। একেক সময় একেকভাবে চলে। আমার কাছে মনে হয় উইকেট এখন মোটামুটি ভালো অবস্থায় আছে। আরও ভালো হবে বলে আশাবাদী।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ