সাদা বলের ক্রিকেটে অন্যতম চৌকস অধিনায়ক মনে করা হয় তাকে। দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন, গত বছর কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের ফাইনালে তুলেছেন। তা সত্ত্বেও এ বছরের আইপিএলে তাকে দলে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। কেকেআর অনেক আগেই ছেড়ে দিয়েছিল। এবার সেই সব নিয়ে মুখ খুললেন ইয়ন মর্গ্যান।
গত বছর আইপিএলের ফাইনালে উঠেছিল কেকেআর। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার তো দলই পেলেন না মর্গ্যান। তাতে কতটা বিমর্ষ তিনি? তিনি জানিয়েছেন, একদমই বিমর্ষ নন। বরং এতদিনে যা অভিজ্ঞতা হয়েছে তাই খুশির স্মৃতি হিসেবে ধরে রেখেছেন।
মর্গ্যান বলেন, পৃথিবীর সবথেকে বড় টুর্নামেন্টে (ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক) অংশ নেওয়া এমন এক অভিজ্ঞতা, আমি তার সুবিধা পেয়েছি বছরের পর বছর। দারুণ স্মৃতি এবং অভিজ্ঞতা হয়েছে আমার। এবার বিশ্বকাপ শুরু হওয়া পর্যন্ত আমি ফাঁকা থাকব। ইতিমধ্যেই বাড়িতে দারুণ সময় কাটাচ্ছি। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটছে।
প্রসঙ্গত, আইপিএলের গত মৌসুমে অধিনায়ক হিসেবে প্রশংসিত হলেও ব্যাট হাতে একদম সফল হননি মর্গ্যান। সেই কারণেই এবার তার সুযোগ হয়নি আইপিএলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ