প্রতিপক্ষের মাঠে বড় জয়ে অর্ধেক কাজ সেরে রেখেছিল লিভারপুল। ফিরতি পর্বে তাদের বিপক্ষে দারুণ লড়াই করল বেনফিকা, কিন্তু শেষ রক্ষা হলো না। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠে গেল ইয়ুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ডে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ ৩-৩ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ৩-১ ব্যবধানে জেতা লিভারপুল দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় শেষ চারে পা রেখেছে।
ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ ভিয়ারিয়াল। যারা আগের দিন শেষ আট থেকে বিদায় করে দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।
প্রথম লেগের একাদশে সাতটি পরিবর্তন এনে খেলতে নামে লিভারপুল। আগামী শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের সেমি-ফাইনাল মাথায় রেখেই হয়তো বেঞ্চে রাখা হয় মোহামেদ সালাহ, সাদিও মানেদের।
সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে আসা ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লিভারপুল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ