চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা। দেশের এই অবস্থায় শ্রীলঙ্কার ক্রিকেটাররা কীভাবে আইপিএল খেলছে সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তার দাবি, এই অবস্থায় আইপিএল খেলা বন্ধ রেখে দেশবাসীর পাশে দাঁড়ানো উচিত লঙ্কার ক্রিকেটারদের।
রানাতুঙ্গা বলেন, দেশের এই শোচনীয় অবস্থার মধ্যে আমাদের কয়েকজন ক্রিকেটার আইপিএল খেলছে। এটা কী করে সম্ভব আমি বুঝতে পারছি না। তারা একবারও দেশের কথা বলছে না। সরকারের বিরুদ্ধে যেতে তারা ভয় পাচ্ছে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড চালায় সরকার। তাই সবাই নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে। তবে এরমধ্যেও কয়েকজন তরুণ ক্রিকেটার সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে সমর্থন করেছে। এই ধরনের ঘটনার সময় কাউকে সামনে এসে দাঁড়াতে হয়।
প্রত্যেক বছরই শ্রীলঙ্কার একঝাঁক ক্রিকেটার আইপিএলে খেলে। এবারও অন্যত্র নয়। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররাও বিভিন্ন ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত। এই তালিকায় রয়েছেন কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন এবং লাসিথ মালিঙ্গা। সবাই কোনও না কোনও দলের কোচিং স্টাফ। তবে রানাতুঙ্গার মন্তব্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তবে আইপিএলের মাঝপথে তাদের দেশে ফিরে যাওয়া আদৌ সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ